অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইনে যে সংস্কার আনা হয়েছে, তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “অনেকে প্রশ্ন করেন, আমি কী করেছি? আমি ফুটবল খেলোয়াড় বা অভিনেতা নই যে, সবাই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আমি এমন অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি। এসব কাজের সুফল পরবর্তীতে জনগণ পাবে।”
নতুন ব্যবস্থায় মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার দ্বারস্থ হতে হবে। এতে অনেক বিরোধ দ্রুত, কম সময় ও খরচে নিষ্পত্তি হবে। পরে চাইলে মামলা করা যাবে।
আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ বিভিন্ন বিষয় এখন থেকে মামলাপূর্ব মধ্যস্থতার আওতায় আসবে।
প্রথম ধাপে ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় এ বিধান কার্যকর হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।