১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সততা নিয়ে ব্যবসা করলে আস্থা আসবেই: আব্দুর রহমান রিপন

admin
প্রকাশিত ০৩ জানুয়ারি, শনিবার, ২০২৬ ০০:০৮:২২
সততা নিয়ে ব্যবসা করলে আস্থা আসবেই: আব্দুর রহমান রিপন

Manual8 Ad Code

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন বলেছেন, সততা, নৈতিকতা ও ভোক্তাবান্ধব মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করলে একটি প্রতিষ্ঠান অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে পারে। তিনি বলেন, ব্যবসা শুধু লাভের জায়গা নয়, এটি মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকতে হলে পণ্যের মান বজায় রাখা, ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে সদাচরণ অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা কর্মসংস্থান সৃষ্টি করছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আশা করেন আব্দুল্লাহ স্টোর ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে দ্রুতই ক্রেতাদের আস্থা অর্জন করবে। তিনি শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দেওয়ান রোড হেতিমগঞ্জ বাজারস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান আব্দুল্লাহ স্টোর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন বিএনপি উপদেষ্টা এনাম উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি নেহার রনজন বাচ্চু, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘুষ, বাংলাদেশ দোকান মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সহ সভাপতি মইন উদ্দিন, শহিদুল ইসলাম মনু, জেলা তাঁতীদলর যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ ও কামরুল হাসান, জিয়াউর রহমান নেওয়ার, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আং করিম (আকবরী), সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সেলু আহমদ, ৪নং লক্ষীপাশা ইউপি ৫নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আলাউদ্দিন (আলাই), ৩নং ফুলবাড়ি ইউপি ২নং ওয়ার্ড সদস্য দুদু মিয়া প্রমূখ। এসময় দোয়া পরিচালনা করেন হেতিমগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি