২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সদরপুরে ১০ টাকায় ইলিশ বিতরণে লুটপাট ও বিশৃঙ্খলা

admin
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩৬:১৯
সদরপুরে ১০ টাকায় ইলিশ বিতরণে লুটপাট ও বিশৃঙ্খলা

Manual1 Ad Code

ফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় ইলিশ বিতরণের সময় বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী মুফতি রায়হান জামিল ৬০০ দুস্থ পরিবারের মধ্যে ২৫০ গ্রামের প্রতিটি ইলিশ মাছ মাত্র ১০ টাকায় বিতরণ করার আয়োজন করেন। যদিও বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন মাইকিং করে এই খবর ছড়িয়ে দেওয়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢলে পড়ে। কিন্তু মাছের পরিমাণ সীমিত হওয়ায় মানুষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। অন্তত ছয়জন আহত হন।

Manual6 Ad Code

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় মুফতি রায়হান দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পার্শ্ববর্তী ভাষণচর ইউনিয়নে পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘেরাও করে। স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে নিরাপদে সরে আসেন।

ইলিশ নিতে আসা স্থানীয়রা বলেন, তারা সকাল থেকে দাঁড়িয়ে থাকলেও মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে।

Manual1 Ad Code

মুফতি রায়হান জানান, তিনি সুবিধাবঞ্চিতদের জন্য উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কিছু দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও লুটপাট করে আয়োজন ভণ্ডুল করেছে।

Manual1 Ad Code

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “সতর্ক করা সত্ত্বেও নিজের ইচ্ছেমতো বিতরণ কার্যক্রম চালানো হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”