ওসমানীনগর প্রতিনিধিঃঃ
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গোয়ালাবাজার শাখার উদ্যোগে ২ লাখ ৯১ হাজার টাকার মৃত্যুদাবির নন-রিসিভড (NR) হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গলমুকাপন গ্রামের বাসিন্দা মরহুম মোবাশ্বির আহমেদ রাজু সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে ২১ বছর মেয়াদি একটি জীবনবীমা গ্রহণ করেন, যার বার্ষিক প্রিমিয়াম ছিল ১৩ হাজার ২৬০ টাকা। তিনি নিয়মিতভাবে চারটি প্রিমিয়াম পরিশোধ করার পর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে কোম্পানির নির্ধারিত বিধি অনুযায়ী তার পলিসির মৃত্যুদাবি দ্রুত নিষ্পত্তি করা হয়।
মরহুমের নমিনি বড় মেয়ে হুমায়রা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পক্ষে এনআর হিসেবে অর্থ গ্রহণ করেন মরহুমের চাচা ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গোয়ালাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোজাক্কির আহমেদ নাজু। উল্লেখ্য, নমিনির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে উক্ত অর্থ ‘ওয়ান স্টপ’ পদ্ধতিতে ১৫ বছর মেয়াদি এফডিআরে বিনিয়োগ করা হয়েছে।
এ উপলক্ষে গত ২৭ ডিসেম্বর ২০২৫ ইং, সন্ধ্যা ৭টায় গলমুকাপনস্থ কনফিডেন্স কোচিং সেন্টারে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গোয়ালাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার অশোক কুমার, ডিজিএম আবুল কালাম, ওসমানী নগর মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য খালেদ আহমেদ শিশ, জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার শিক্ষক সাইফুদ্দিন মাজমুন, শিক্ষানুরাগী আফসর মিয়া, সাজন মিয়া, রেজুয়ান মিয়া, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার জালাল আহমেদ, শিক্ষক রুজেল আহমেদ, সুজেল চৌধুরী, হাফেজ মনসুর আহমেদ, সেলিম মিয়া, মারজান আহমেদ, রুমেল আহমেদ, সুমন মিয়া, সাইদুল ইসলাম সায়াদ, ঝলক দেব, আব্বাস আলী, আমজাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।