১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদের নির্দেশ সুপ্রিম কোর্টের

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২১:৪৩:৪৭
সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদের নির্দেশ সুপ্রিম কোর্টের

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা (কজলিস্ট) নিয়মিত ও যথাযথভাবে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

Manual5 Ad Code

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, অনলাইন কার্যতালিকা ব্যবস্থার উন্নয়ন করা হলেও দেশের বিভিন্ন জেলার আদালতগুলো নিয়মিতভাবে কার্যতালিকার তথ্য হালনাগাদ করছে না। ফলে বিচারপ্রার্থী নাগরিকদের মামলার অগ্রগতি জানতে আদালতে আসতে হচ্ছে, যা বিচার বিভাগে ডিজিটাল সেবা কার্যকরভাবে পৌঁছে দিতে বাধা সৃষ্টি করছে।

Manual2 Ad Code

নির্দেশনায় আরও বলা হয়, বিচারব্যবস্থাকে আধুনিকায়ন ও সেবাগ্রহণ সহজীকরণের লক্ষ্যে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা অত্যন্ত জরুরি। পূর্বে এ বিষয়ে সার্কুলার জারি করা হলেও অনেক জায়গায় তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

Manual5 Ad Code

এ কারণে সুপ্রিম কোর্ট প্রশাসন সব আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনলাইন কার্যতালিকা প্রতিদিন হালনাগাদ করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছে।