২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

সরকারি মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ দাবি

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, রবিবার, ২০২৫ ১৮:৩৬:৪১
সরকারি মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ দাবি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সরকারি মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। আজ রোববার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ খান।

সংগঠনের দাবিগুলো হলো—
 স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা,
 সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করা ও চার স্তরীয় পদসোপান চালু,
আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ,
 বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন,
 বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল মঞ্জুরি আদেশ প্রদান।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে ৭০৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রায় তিন লাখ শিক্ষক থাকলেও পদোন্নতির সুযোগ মাত্র ৪ শতাংশ। ফলে অধিকাংশ শিক্ষক দীর্ঘ চাকরি শেষে পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন। এতে শিক্ষা প্রশাসনে হতাশা তৈরি হচ্ছে এবং মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে।

Manual8 Ad Code

তাঁরা অভিযোগ করেন, আদালতের রায় থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় শিক্ষকরা আরও কঠোর আন্দোলন ও আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বাসমাশিসের আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্যসচিব মো. শহীদুল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগমসহ রাজশাহীর বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code