১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঢাকা উত্তরায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর মানববন্ধন

admin
প্রকাশিত ০৯ আগস্ট, শনিবার, ২০২৫ ২০:২১:১১
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঢাকা উত্তরায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর মানববন্ধন

Manual4 Ad Code

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঢাকা উত্তরায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর মানববন্ধন

Manual2 Ad Code

 

কামাল খান ::- গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে এক বিশাল মানববন্ধন করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় উত্তরা পূর্ব থানার সামনে কেন্দ্রীয় সভাপতি এ,কে,এম আজিজুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উক্ত মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

 

Manual3 Ad Code

বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন—উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টেলিভিশন সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন শামীম,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ,কে,এম আজিজুল হক, সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল,

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সহ-সভাপতি মোখলেছুর রহমান মাসুম,সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রুম্মান শেখ, সাংগঠনিক সম্পাদক কামাল খান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাঈদ মির্জা,দৈনিক জনবানী মিরাজ শিকদার, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সমাজ কল্যাণ বিষয় সম্পাদক আর কে রুবেল,অর্থ বিষয় সম্পাদক,খন্দকার আব্দুল হাসিব,মানবাধিকার বিষয় সম্পাদক,মিজান বিন নূর, চ্যানেল টু সম্পাদক মোহাম্মদ শাহজালাল, সোসাইটি অব জাতীর গণমাধ্যম কমিশন,মহিলা বিষয় সম্পাদক নার্গিস আক্তার স্মৃতি,মোঃ খোকন দৈনিক মানবাধিকার প্রতিদিন, মোহাম্মদ শফিক ৭১ খবর টিভি , দৈনিক মুক্ত খবর স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য,আবু সাঈদ মৃদ্রা,ইফতেখার হোসেন, মামুন আহমেদ ফিরোজ, মইন উদ্দিন,মোহন মিয়া, নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষে কেন্দ্রীয় সভাপতি এ,কে,এম আজিজুল হকের মরহুম সাংবাদিক তুহিনের মাগফিরাত দোয়া কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।