সাংবাদিক নুরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন।।

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

সাংবাদিক নুরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন।।

 

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

 

 

 

 

মরহুমা ফুলবী বেগম (৬২) শুক্রবার (১৩ জুন) রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা নামাজ পরদিন (১৪ জুন) শনিবার সকাল ১১টায় সিলাম পঞ্চায়েতি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন সিলাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা খালেদ আহমদ।

 

 

 

 

 

 

শেষে সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনৈতিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে সিলাম পঞ্চায়েতি গোরস্তানে মরহুমাকে দাফন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ