সাংবাদিক মুকুল হত্যা মামলার ২৭ বছরেও বিচার হয়নি

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

সাংবাদিক মুকুল হত্যা মামলার ২৭ বছরেও বিচার হয়নি

যশোরের স্থানীয় দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যার ২৭ বছর পূর্ণ হলো আজ (৩০ আগস্ট)। তবে এত বছর পরও মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি। হাইকোর্টে এক আসামির রিটের কারণে মামলা ১৫ বছর ধরে স্থবির হয়ে আছে, ফলে ঘাতকেরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে যশোর শহর থেকে বেজপাড়ার বাসভবনে ফেরার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন মুকুল। পরদিন তাঁর স্ত্রী হাফিজা আক্তার শিরিন কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৯ সালের ২৩ এপ্রিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়।

২০০৫ সালে হাইকোর্ট মামলা পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দিলে আবারও সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৬ সালে যশোরের দুটি আদালতে ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন হয়। তবে পরবর্তী সময়ে সাংবাদিক ফারাজী আজমল হোসেন হাইকোর্টে অব্যাহতির আবেদন করলে মামলার কার্যক্রম আবার থেমে যায়। এরপর থেকে প্রায় ১৫ বছর ধরে মামলাটি ঝুলে আছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “মামলার বিচারকাজ শেষ পর্যায়ে ছিল। কিন্তু হাইকোর্টে আবেদনের কারণে যুক্তিতর্ক শুরু করা সম্ভব হয়নি। ওই আবেদন নিষ্পত্তি হলে বিচার এগোবে।”

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, “আইনি জটিলতা দেখিয়ে সাংবাদিক মুকুল হত্যার বিচার হচ্ছে না। এটা রাষ্ট্রের দুর্বলতা। দেশের যেকোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি বললেই চলে। ফলে খুনিদের উৎসাহ বাড়ছে।”

এদিকে মুকুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে শোক র‌্যালি, শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ