১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সুনির্মল সেনের ওপর হামলা, জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির নিন্দা

admin
প্রকাশিত ১২ মে, রবিবার, ২০২৪ ২৩:১৫:৪৩
সাংবাদিক সুনির্মল সেনের ওপর হামলা, জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির নিন্দা

Manual2 Ad Code

সাংবাদিক সুনির্মল সেনের ওপর হামলা, জাতীয়
গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির নিন্দা

নিজস্ব প্রতিবেদক : গত বুধবার (৮ মে) সারাদেশের ন্যায় সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সম্মুখে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দেশীয় ইট-পাটকেল দিয়ে ছুড়াছুড়ি সহ দেশীয় অস্ত্র -সস্ত্র নিয়ে দাওয়া পাল্টা দাওয়া হয়।

Manual5 Ad Code

 

সে সময় নির্বাচন পর্যবেক্ষণ দায়িত্বপালনকালে পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে আহত হন জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠন ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন এবং পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত গাড়ী ভাংচুর করা হয়। এমন সময় সহকর্মীরা আহত সাংবাদিক সুনির্মল সেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান।তবে এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির নিজস্ব কার্যালয়ে বিষয়টি নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির এর সভাপতিত্বে উপস্থিত নেতৃবৃন্দরা সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানান। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় দ্রুত না আনলে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান ও নির্বাহী কমিটির সদস্য বাবুল খান মুন্না প্রমুখ।

Manual5 Ad Code