১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠায় নীতিগত সিদ্ধান্ত সরকারের

admin
প্রকাশিত ১৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৬:৩৬:৩১
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠায় নীতিগত সিদ্ধান্ত সরকারের

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজসহ সাতটি প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

ইউজিসি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’–এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে। খসড়া অধ্যাদেশটি গত ২৪ সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশ করে মতামত আহ্বান করা হলে পাঁচ হাজারের বেশি মতামত জমা পড়ে। শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে তিনটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। সব মতামত পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ চলছে।

Manual4 Ad Code

বিভাগ জানায়, অধ্যাদেশ চূড়ান্ত করতে আরও কিছু সময় লাগবে। এ সময়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাত কলেজ পরিচালনায় একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৩ নভেম্বর ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

উচ্চশিক্ষার সম্প্রসারণ, সাত কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, সম্পদ ব্যবস্থাপনা, স্বাতন্ত্র্য রক্ষা এবং উচ্চমাধ্যমিক স্তর নিয়ে জটিল বিষয়গুলো বিবেচনায় নিয়ে ধাপে ধাপে ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে অধ্যাদেশ চূড়ান্ত করার কথা জানিয়েছে বিভাগ।

Manual1 Ad Code

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠাকে তারা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার আনুষ্ঠানিকভাবে সাত কলেজকে পৃথক করে নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়।