২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

সাপকে উদ্ধার করে এক্স-রে,ব্যাপক আলোচনার জন্ম

admin
প্রকাশিত ১০ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২০:১১:২৭
সাপকে উদ্ধার করে এক্স-রে,ব্যাপক আলোচনার জন্ম

Manual3 Ad Code

লাঠির আঘাতে আহত এক কালনাগিনী সাপকে উদ্ধার করে এক্স-রে করে চিকিৎসা দিচ্ছেন প্রাণি সেবায় নিয়োজিত সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্যরা।

Manual8 Ad Code

এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়া এলাকায় ঘটেছে ।

বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। এক্স-রে করে দেখা যায়, সাপটির মাঝ বরাবর হাড়ে ফাটল ধরেছে। এরপর শুরু হয় চিকিৎসা কার্যক্রম।

 

 

 

Manual6 Ad Code

 

 

 

Manual4 Ad Code

এর আগে সকালে আমতলীর পূজাখোলা দফাদারবাড়ি এলাকা থেকে স্থানীয়দের লাঠিপেটা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। প্রায় ৩ ফুট দৈর্ঘ্যের এই ডোরাকাটা সাপটি ছিল রক্তাক্ত অবস্থায়।

এদিকে এক্স-রে টেকনিশিয়ান সাঈদ হোসেন বলেন, মানুষের এক্স-রে তো নিয়মিত করি, কিন্তু এই প্রথম সাপের এক্স-রে করলাম-অভিজ্ঞতাটাও ছিল ব্যতিক্রম।

সহকারী কমিশনার ইয়াসীন সাদেক বলেন, সাপটিকে সুস্থ করতে সবধরনের সহায়তা দেয়া হবে। এটি বন্যপ্রাণী রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Manual7 Ad Code

কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের সহায়তায় এক্স-রে করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সাপটিকে ঢাকায় পাঠানো হবে।