প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

ডেক্স রিপোর্ট : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কুরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে।
মৃত্যুর দুদিন আগে তিনি ওই মসজিদে নামাজ আদায় করেছিলেন। এ কারনে ওই মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকাল ৩টায় সিলেট শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে স্মরন সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পৃথক অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
Copyright © 2025 সিলেটের বারুদ. All rights reserved.