১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩৩:৫৩
সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

Manual3 Ad Code

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।

Manual3 Ad Code

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।” তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

২০০৮ সালে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কবিরুল হক। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ধারাবাহিকভাবে এমপি নির্বাচিত হন তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

Manual3 Ad Code