১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক ভূমিমন্ত্রীর সহযোগীর অফিসে দুদকের অভিযান, ১ কোটি টাকার বেশি উদ্ধার

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:৩৮:৪৮
সাবেক ভূমিমন্ত্রীর সহযোগীর অফিসে দুদকের অভিযান, ১ কোটি টাকার বেশি উদ্ধার

Manual6 Ad Code

চট্টগ্রামের হালিশহরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহযোগী মো. জাহাঙ্গীর আলমের একটি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। তিনি বলেন, “গোপন খবরে জানতে পারি সাবেক মন্ত্রীর সহযোগীর অফিসে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখা হয়েছে। কমিশনের অনুমোদন নিয়ে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে।”

Manual1 Ad Code

অভিযানের সময় জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

Manual3 Ad Code

এর আগে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করে দুদক। উদ্ধার হওয়া নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়।

Manual2 Ad Code