১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাভারের আমিনবাজারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ০২ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ২০:১৭:৩০
সাভারের আমিনবাজারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বড়দেশি গ্রাম থেকে দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের পর নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

দেলোয়ার হোসেন বড়দেশি গ্রামের উত্তরপাড়ার মুখলেসুর রহমানের ছেলে। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তানরা শ্বশুরবাড়িতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে স্থানীয় বাসিন্দারা ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে মামলা দায়ের করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

Manual5 Ad Code