সারাদেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়বে-কমানোও সম্ভাবনা

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

সারাদেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়বে-কমানোও সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামার কথাও জানানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী তিন দিনের পূর্বাভাস

  • রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা (৩১ আগস্ট–১ সেপ্টেম্বর): রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা (১–২ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা (২–৩ সেপ্টেম্বর): রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ