সারাদেশে ১ হাজার ৭৫৫ জনকে গ্রে প্তা র

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

সারাদেশে ১ হাজার ৭৫৫ জনকে গ্রে প্তা র

বিশেষ অভিযান চালিয়ে সারাদেশে ১ হাজার ৭৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে অন্যান্য অপরাধে আরও ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

অভিযানের সময় একটি দেশিয় তৈরি একনালা বন্দুক, দুটি বার্মিজ চাকু, একটি ছোড়া ও একটি এলজি জব্দ করা হয়েছে।

সর্বশেষ নিউজ