
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ–এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকুল এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্মের আইডল সালমান শাহর হত্যা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অশুভ একটি ঘটনা।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর হত্যার রহস্য এখনো উদঘাটিত হয়নি, যা সংস্কৃতি অঙ্গনের মানুষকে হতাশ করেছে।
বক্তারা আরও বলেন, এখন সময় এসেছে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তির আওতায় আনা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাফিসা সুরভি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত, এবং বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ।
কর্মসূচিতে সালমান শাহর বিপুলসংখ্যক ভক্ত ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
১৯৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটানো এই জনপ্রিয় নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে নিহত হন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁর মা নীলা চৌধুরী মামলাটিকে হত্যা মামলা হিসেবে পুনরায় রেকর্ড করান।
বর্তমানে এ মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
ভক্তদের দাবি—দীর্ঘ প্রতীক্ষার পরও সালমান শাহ হত্যার বিচার না হওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় এক ব্যর্থতা। তাঁরা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের আহ্বান জানিয়েছেন।