
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। তাঁরা সরকারের কাছে মামলার অধিকতর তদন্ত শেষে হত্যাকারীদের বিচার দাবি করেছেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা সালমান শাহ হত্যার ন্যায়বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে আগামী ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। আজ ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিভিশনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওবায়দুল্লাহ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন), যিনি সালমান শাহ নামে পরিচিত।
প্রথমে সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি ছেলেকে হত্যার অভিযোগে নতুন মামলা করেন। আদালত দুই মামলার একসঙ্গে তদন্তের নির্দেশ দেয় সিআইডিকে। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি মামলাটিকে “আত্মহত্যা” বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
তবে পরিবারের পক্ষ থেকে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে বিচার বিভাগীয় তদন্তেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয়।
এরপর মামলাটি পুনরায় পিবিআই তদন্তে যায়। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে একইভাবে অপমৃত্যুর কথা উল্লেখ করা হয়। আদালত ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি ঘোষণা করে।
তবে বাদীপক্ষ ওই আদেশের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুন রিভিশন মামলা করে, যার রায় ঘোষণার দিন এখন ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।