
নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তাঁর স্ত্রী সামিরা হক এবং খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ নির্দেশ দেন।
রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকার ২২ অক্টোবর দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেছেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এ মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, এছাড়া কয়েকজন অজ্ঞাতনামা আসামিও রয়েছে।
মামলার এজাহারে আসামিদের মধ্যে রয়েছেন—
সালমান শাহের স্ত্রী সামিরা হক,
ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই,
লতিফা হক লুসি,
ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু, এবং রিজভি আহমেদ ফারহাদ।
এর আগে ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সালমান শাহর মৃত্যুর পর প্রায় ২৯ বছর ধরে মামলার তদন্ত চলছিল এবং এক আদালত থেকে অন্য আদালতে তা ঘুরছে।