২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাহয্যের আবেদন

admin
প্রকাশিত ২২ জুন, রবিবার, ২০২৫ ২২:৩২:১৪
সাহয্যের আবেদন

Manual6 Ad Code

সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়নের ডলিয়া গ্রামের মৃত চুনু মিয়া স্ত্রী হাজেরা খাতুন (৫২) অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে জেলা সদরে, পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কজেল হাসপাতাল এবং শেষে প্রাইভেট হাসপাতাল চিকিৎসা করালে ডাক্তার জানান, হাজেরা খাতুনের কিডনিতে সমস্যা। তার কিডনিজনিত যে, হার্ড, গলায় সহ বিভিন্ন রোগে সমস্যা, সেটার চিকিৎসা করাতে প্রায় কয়েক লাখ টাকার মতো লাগবে।

Manual1 Ad Code

 

 

 

তাই এতিম এই মেয়ের দরিদ্র পরিবারের পক্ষে কয়েক লাখ টাকা খরচ করে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। হাজেরা খাতুনের শারীরিক সমস্যা আরো জটিল হচ্ছে। তিনি টাকা অভাবে চিকিৎসা করাতে না পেরে অসহায় হাজেরা খাতুনের সমাজের সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে সাহয্যের আবেদন করেছেন।

 

Manual6 Ad Code

 

 

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

হাজেরা খাতুনের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি তার মোবাইলে যোগাযোগ করতে পরেন (মোবাইল নম্বর-০১৩৩৫৫৯৯১৭০)। সাহায্য পাঠাতে পারেন বিকাশ পার্সোনাল-০১৩৩৫৫৯৯১৭০। এছাড়া সাহায্য পাঠানো যাবে এই সঞ্চয়ী হিসাব নম্বরে হাজের খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর-২০১৭৩৪৮৭৩২২৭৭ (২০১৭৩৪৮৭৩২২৭৭) ডাচ-বাংলা ব্যাংক (উঁঃপয-ইধহমষধ ইধহশ) এজেন্ট ব্যাংকিং, আখালিয়া নতুন বাজার শাখা, সিলেট।