২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিংড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

admin
প্রকাশিত ০৫ এপ্রিল, শনিবার, ২০২৫ ২৩:৪৪:০৪
সিংড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় দশ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন ওই শিশুর পরিবারের সদস্যরা।

গত শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে এঘটনা ঘটে।

 

 

Manual2 Ad Code

জানা যায় ওই গ্রামের মৃত দেলবরের ছেলে মোঃ সামছুল আলী সে গত ২৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় দশ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে বিষয় টি জানার পরে তাদের আইনগত বেবস্থা নেওয়ার পরামর্শ দেয়। ওই গ্রামের কিছু মাতব্বরেরা বিবাদি সামছুল এর কাছ হতে ৫০ হাজার টাকা নিয়ে ধর্ষণের বিষয় টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

 

 

 

 

পরে গত ৩ এপ্রিল (বৃহঃস্পতিবার) বিকেলে ভিকটিম প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের লোকজন থানায় উপস্থিত হয়ে বিবাদী সামসুলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিবাদি সামছুল পলাতক থাকায় তাকে এ পর্যন্ত আটক করা যায়নি।

Manual1 Ad Code

 

 

Manual6 Ad Code

 

সিংড়া থানা পুলিশ সুত্রে জানা যায়, থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়া হবে।