২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

সিংড়ায় শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন নিহার রঞ্জন সাহা

admin
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২১:০৯:০৫
সিংড়ায় শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন নিহার রঞ্জন সাহা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নসহ উপজেলাবাসী ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইটালী ইউনিয়ন কমিটির সভাপতি নিহার রঞ্জন সাহা। তিনি বলেন, দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দে শামিল হয়, সেটিই প্রত্যাশা। নিহার রঞ্জন সাহা আরও বলেন, দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে রোগ-শোক, ব্যাধি ও মহামারী দূর হয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানাই। তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।

Manual2 Ad Code