নুর অভিযোগ—“আমাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে, তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা জরুরি।”
ঢাকা, শনিবার:
সিঙ্গাপুরে ১২ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
নুর গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত হন। সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছিলেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
দেশে ফেরার পর নুর সাংবাদিকদের বলেন,
“আমাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তদন্ত রিপোর্ট প্রকাশ না হলে ভবিষ্যতের নির্বাচনও সুষ্ঠু হবে না।”
তিনি আরও বলেন,
“একটি দলের প্রধানকে যদি এভাবে আক্রমণ করা হয়, তাহলে নির্বাচন কীভাবে নিরাপদ হবে? যারা নির্বাচনে অংশ নিতে চায়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
নুর অভিযোগ করেন,
“প্রায় ৩৫ দিন পার হলেও তদন্তে কোনো অগ্রগতি দেখা যায়নি। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের ইমাম দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাই এই ঘটনার যথাযথ বিচার জরুরি।”
তিনি আরও বলেন,
“আমরা সরকারের কোনো ভাগ-বাঁটোয়ারার অংশীদার নই। তবে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে দেশ নতুন সংকটে পড়বে।”
নুরের ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল জানান, নুর এখনো পুরোপুরি সুস্থ নন এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও ছয় মাস সময় লাগবে।