সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ: আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ: আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজন মারা গেছেন। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে না–ফেরার দেশে চলে গেলেন সালমা বেগম (৩০) ও তিশা (১৭)। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালমা ও তিশা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার ভোরে সালমার স্বামী হাসান গাজী এবং দুপুরে তাঁদের শিশু কন্যা জান্নাত মারা যান।

মৃত তিশা সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার তানজিল হোসেনের মেয়ে।

কী ঘটেছিল

২২ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে পাশাপাশি দুটি ঘরে আগুন ধরে যায়। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে তাঁদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তাঁর নানি তাহেরা আক্তার (৫০) মারা যান। এরপর গতকাল ২৮ আগস্টে হাসান গাজী ও তাঁর মেয়ে জান্নাত মারা যান। আজ শুক্রবার আরও দুজনের মৃত্যুর পর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬ জনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ