
সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে মহারাষ্ট্রের ওপেনার কিরন নাভগিরে যেন ঝড় তুলেছেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
নাগপুরে পাঞ্জাব আগে ব্যাট করে ১১০ রান সংগ্রহ করে। জবাবে মহারাষ্ট্রের ইনিংস সামলান একাই নাভগিরে। মাত্র ৩৫ বলে ১০৬ অপরাজিত রান করেন তিনি, যার মধ্যে ১৪ চার ও ৭ ছয়। নাভগিরে ৩৪ বলেই সেঞ্চুরি তুলে নেন। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের (৩৬ বলে সেঞ্চুরি, ২০২১)।
নাভগিরের ব্যাটিংয়ে ১২ ওভার ও ৯ উইকেট হাতে রেখে মহারাষ্ট্র জয়ী হয়। একাই দলের ৯৪ শতাংশ রান করেন তিনি। স্ট্রাইকরেট ৩০২.৮৬–এ ব্যাট করেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। এটি মেয়েদের টি-টোয়েন্টিতে প্রথম ৩০০-এর বেশি স্ট্রাইকরেটে সেঞ্চুরি।
নাভগিরের অতীত পারফরম্যান্সও চমকপ্রদ। ২০২২ সালের ট্রফিতে তিনি ৩৫টি ছয় মারেন, যা প্রতিযোগিতার এক আসরের সর্বোচ্চ। সেই বছরই তিনি ভারতীয় দলে অভিষেক করেন। তবে দেশের জার্সিতে খেলতে পারতেন না ঘরোয়া ফর্মের ছাপ ধরে রাখার মতো। চার ইনিংসে মাত্র ১৭ রান করায় দলের বাইরে থাকেন।
ম্যাচ: মহারাষ্ট্র বনাম পাঞ্জাব
নাভগিরের ইনিংস: ৩৫ বল, ১০৬* রান, ১৪ চার, ৭ ছয়
সেঞ্চুরি: ৩৪ বলেই, মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম
স্ট্রাইকরেট: ৩০২.৮৬
দলের রান অনুপাতে: ৯৪% একাই