১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের ‘সালে পাগলী’ মারা গেছেন

admin
প্রকাশিত ২৫ অক্টোবর, শনিবার, ২০২৫ ১৮:৩০:২১
সিরাজগঞ্জের ‘সালে পাগলী’ মারা গেছেন

Manual4 Ad Code

সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে তিনি ‘সালে পাগলী’ নামে পরিচিত ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জানাজা শেষে তাঁকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

Manual3 Ad Code

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শজিমেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর লিভার ক্যানসার শনাক্ত করেন।

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বলেন,

Manual2 Ad Code

“সালে পাগলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল মারা গেছেন, আজ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জমানো টাকা তাঁর মেয়েকে দেওয়া হবে।”

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের ঘর থেকে তিন বস্তা টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা

Manual1 Ad Code