নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব।
বিদেশে পাচারের চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
র্যাবের অভিযান
শনিবার (১ নভেম্বর) দুপুরে র্যাব–১২-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব–১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে।
সেখান থেকে মূল্যবান কষ্টিপাথরের তৈরি প্রাচীন শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

আটক তিন ব্যক্তি
অভিযান চলাকালে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন—
-
মো. জাহাঙ্গীর আলম বাবলু (৫২), পিতা মৃত সাইদুল ইসলাম, গ্রাম ভেংরী, সলঙ্গা।
-
মো. শহিদুল ইসলাম (৫২), পিতা মৃত হারুন অর রশিদ, গ্রাম দবিরগঞ্জ।
-
মো. কফিল উদ্দিন (৪৮), পিতা আবুল কাশেম, গ্রাম দবিরগঞ্জ।
র্যাব জানায়, অভিযানে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মামলা ও পরবর্তী ব্যবস্থা
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি কে এম রবিউল ইসলাম) বলেন,
“আসামিদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।”
🔹 সারকথা:
র্যাবের দাবি—উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটির বাজারমূল্য অত্যন্ত বেশি, এবং এটি আন্তর্জাতিক পাচারচক্রের হাতে বিক্রির প্রস্তুতি চলছিল।