খেলা ডেস্ক | সিলেট |
ওয়ানডে সিরিজে সাফল্যের পর টি–টোয়েন্টি সিরিজে শুরুর ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১৬ রানে হেরে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। আজ সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে টসে হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর মিশনে একাদশে এসেছে একটি পরিবর্তন—প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, আর দলে ফিরেছেন জাকের আলী অনিক। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।
প্রথম ম্যাচে ব্যর্থতার গল্প
ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত ছিল লিটনরা। কিন্তু টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হলো হতাশায় ভরা।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ১৬৫ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
উপরের সারির ব্যাটাররা—সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন ও নুরুল হাসান—একজনও ইনিংস গড়তে পারেননি। তবে ইনিংসের শেষদিকে তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের লড়াকু ব্যাটিং কিছুটা আশার আলো দেখিয়েছিল, যদিও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
আজকের ম্যাচে তাই সেই ভুল আর পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ। টপ অর্ডারের রান ও বোলারদের ধারাবাহিকতাই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।
দুই দলের একাদশ
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, আলিক আথানাজ, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খ্যারি পিয়ের, জেডন সিলস।