১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় অনন্য গ্যাস্ট্রোলিভার হাসপাতাল

admin
প্রকাশিত ২০ অক্টোবর, সোমবার, ২০২৫ ১১:১২:০৫
সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় অনন্য গ্যাস্ট্রোলিভার হাসপাতাল

Manual4 Ad Code

সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় অনন্য গ্যাস্ট্রোলিভার হাসপাতাল

 

Manual4 Ad Code

আহমেদ শাকিল :: সিলেটবাসীর স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে এই হাসপাতালটি কম খরচে পরীক্ষা-নিরীক্ষা, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছে।

সিলেট মহানগরীর শহাজালাল উপশহরের এবিসি পয়েন্টে অবস্থিত এই হাসপাতালটি ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সেবা প্রদানের পাশাপাশি সম্প্রতি আরও কিছু আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে হাসপাতালটিতে সার্বক্ষণিক ইমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ ও ফার্মেসি সেবা চালু রয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টা এক্স-রে, ইসিজি ও প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা রয়েছে। চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন, হৃদরোগ, ক্যান্সার, কিডনি, চর্ম, যৌন, অ্যালার্জি, অর্থোপেডিক্স এবং নাক-কান-গলা রোগের অভিজ্ঞ চিকিৎসকগণ।

সিলেটের প্রথম ও একমাত্র সুপার স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার হাসপাতাল হিসেবে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। লিভার ও পরিপাকতন্ত্রের আধুনিক চিকিৎসায় এখানে রয়েছে মেডিসিন, সার্জারি ও ক্যান্সারের সমন্বিত সেবা। হাসপাতালটিতে আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সুবিধাসহ লিভার, পিত্তথলি, পিত্তনালি, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও লিভার ক্যান্সারের উন্নত সার্জারি করা হয়।

ইআরসিপি (ERCP)-এর মাধ্যমে পিত্তনালীর পাথর অপসারণ করা হয়। এছাড়াও ব্যথামুক্তভাবে এন্ডোস্কপি ও কোলোনোস্কপি করার সুব্যবস্থা রয়েছে।

হাসপাতালটিতে আরও রয়েছে পিসিআর ল্যাব সুবিধাসহ আধুনিক অপারেশন থিয়েটার, রেডিওলজি বিভাগে সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, কার্ডিওলজি বিভাগে ইসিজি, ইকো, ই.টি.টি এবং হোলটার মনিটরিং সুবিধা। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ফ্যাটি লিভারের স্টেজ নিরূপণ ও হাড়ের ক্ষয় দ্রুত ও নির্ভুলভাবে নির্ণয়ের আধুনিক পরীক্ষা করা হয়।

Manual5 Ad Code

সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. অলিউর রহমান বলেন—

Manual6 Ad Code

“সিলেটের মানুষ গ্যাস্ট্রোলিভার সংক্রান্ত উন্নত মানের সকল চিকিৎসা এখন এই হাসপাতাল থেকে নিতে পারবেন। রোগীর সুবিধার্থে সকল পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আমাদের ২৪ ঘণ্টা ইনডোরে এবং ইমার্জেন্সিতে চিকিৎসা সেবা চালু রয়েছে। ব্যথামুক্তভাবে ঘুমের মাধ্যমে এন্ডোস্কপি ও কোলোনোস্কপিরও ব্যবস্থা রাখা হয়েছে।”

গোলাপগঞ্জের আব্দুল হামিদ (৫৬) এবং গোয়াইনঘাটের আব্দুল্লাহ মিয়া (৪৫) সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসা নেন। তারা জানান—

Manual5 Ad Code

“হাসপাতালের চিকিৎসা ও আচরণে আমরা অত্যন্ত সন্তুষ্ট। রোগীদের প্রতি তাদের যত্নশীলতা সত্যিই প্রশংসনীয়।”

প্রতিষ্ঠানের শুরু থেকে অসংখ্য রোগী এই হাসপাতাল থেকে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ধীরে ধীরে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় এক অনন্য এবং সব মহলের আস্থাশীল প্রতিষ্ঠান হিসাবে তার অগ্রযাত্রা অব্যাহত।