১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের ওসমানী নগরে সড়কের পাশ থেকে সিএনজিচালক শিপনের লাশ উদ্ধার, অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহ

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১১:৫৩:১০
সিলেটের ওসমানী নগরে সড়কের পাশ থেকে সিএনজিচালক শিপনের লাশ উদ্ধার, অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহ

Manual6 Ad Code

সিলেটের ওসমানী নগর উপজেলায় সড়কের পাশ থেকে শিপন আহমদ (২৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশাটি এখনো উদ্ধার হয়নি। স্বজন ও পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদীর পাড় থেকে শিপনের লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিপন আহমদ ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি একটি কন্যাসন্তানের জনক।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ভাড়ায় চালিত রেজিস্ট্রেশনবিহীন (পরীক্ষামূলক) সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শিপন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। রাত গভীর হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং কোনো খোঁজ মিলছিল না।

Manual5 Ad Code

আজ সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে কেশবখালী নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চালক শিপন আহমদকে হত্যা করে তাঁর সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অটোরিকশা উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Manual4 Ad Code