১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

admin
প্রকাশিত ২৬ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২১:৩৭:১৭
সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

Manual7 Ad Code

কামাল খান কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালারচক গ্রামের একটি ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সরকারিভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই উন্নয়ন কাজ বাতিল করানোর উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লালারচক গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল বিধি-বিধান অনুসরণ করে টেন্ডার আহ্বান ও ঠিকাদারি কার্যাদেশ প্রদান করে। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত। স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের অপপ্রচার শুধু একটি উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেই নয়, বরং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধেও ষড়যন্ত্রের শামিল। তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা সরকারের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নের আহ্বান জানান।