১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর

admin
প্রকাশিত ১৬ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ২৩:৩১:৫৪
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর

Manual5 Ad Code

সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর

Manual1 Ad Code

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মহানগরীর কালিঘাট এলাকা থেকে ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

Manual1 Ad Code

আটককৃত ব্যক্তিরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহেদ আহমদ (২৯), একই থানার উপরগ্রাম এলাকার শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৭)।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজারস্থ শহিদ মিনারের সামনে সরকারী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামালসহ ২জনকে আটক করেন।

Manual1 Ad Code

এসময় ২টি ড্রাম ট্রাক গাড়ী যার রেজি: নং- সিলেট মেট্রো-ট-১১-০২৭২, রেজি: নং- ফেণী শ-১১-০২৯৯ যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ও ২৪৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা, যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৩ হাজার টাকা এবং ২২ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ২৮০টাকা।

সর্বমোট আনুমানিক মূল্য ৫২ লাখ ৭৩ হাজার ২৮০ টাকা। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩ , তাং-১৬/০১/২০২৬খ্রি. ধারা।