১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২০:৫৬:৩১
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র শ্রদ্ধা নিবেদন

Manual8 Ad Code

শাহান উদ্দীন নাজু মহান বিজয় দিবস উপলক্ষে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শাহাদত বরণকারিদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করতে উপস্থিত ছিলেন-‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, সংগঠনের বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি কবি সুনির্মল সেন, জেলা শাখার উপদেষ্টা আলেয়া ফেরদৌস তুলি, সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, বিভাগীয় সদস্য ফয়ছল কাদির,মোশাররফ হোসেন খান, সংগঠনের জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদস্য ফরহাদুজ্জামান চৌধুরী,মো: শিহাব উদ্দিন,লাহিন আহমদ, সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা কমিটির সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মনসুর আহমদ শাপলু। এদিকে, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনে আরও উপস্থিত ছিলেন – বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর আহবায়ক মো: খায়রুল ইসলাম (খায়ের), সংগঠনের সম্মানিত সদস্য জামিল আহমদ, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, অর্থ সম্পাদক টিটুল আহমদ, দপ্তর সম্পাদক আতা এলাহী, সংগঠনের সম্মানিত সদস্য মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। নগরীর চৌহাট্রায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের সময় কামাল খান বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের ৩০ লাখ মানুষের শাহাদাতের রাস্তা বেয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা অর্জন করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেশ স্বাধীনের ৫৪ বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা আজও পরিপূর্ণ ভাবে স্বাধীনতা অর্জন করতে পারিনি। আজও সেই পুরণো শকুন আমাদের মানচিত্র বদলের অপচেষ্টা করে যাচ্ছ। আজকের এই মহান বিজয়ের দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে, নব্য কোনো অপশক্তি যাতে আমাদেরকে আর পরাভুত করতে না পারে। আজকের দিনে আমাদের এটাই অঙ্গীকার করতে হবে।