১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ইটভাটাকে জরিমানা।

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ২১:৫১:৩৯
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ইটভাটাকে জরিমানা।

Manual6 Ad Code

কামাল খান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ ০১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৮:০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাঘা এলাকায় অবস্থিত হার্ড সুপার ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, উক্ত ইটভাটাটি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন করে তা ইট প্রস্তুতকরণে ব্যবহার করছিল। অপরাধ উদঘাটনের পর অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানটি পরিচালনা করেন ফয়সাল মাহমুদ ফুয়াদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ, সিলেট। অভিযানকালে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে। পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।