কামাল খান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ ০১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৮:০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাঘা এলাকায় অবস্থিত হার্ড সুপার ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, উক্ত ইটভাটাটি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন করে তা ইট প্রস্তুতকরণে ব্যবহার করছিল। অপরাধ উদঘাটনের পর অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানটি পরিচালনা করেন ফয়সাল মাহমুদ ফুয়াদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ, সিলেট। অভিযানকালে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে। পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।