২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে তামিম ইয়াহয়া’র আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ০৯ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১১:০৫:২৬
সিলেটের গোলাপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে তামিম ইয়াহয়া’র আলোচনা সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

কামাল খান সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, কিছু কিছু দল নিজের ভোট বাড়াতে মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠছে৷ তার নিজেকে ইসলামপন্থী দাবি করেন। কিন্তু এই দেশের ইতিহাসে, বিএনপি এবং জিয়া পরিবার দেশে ইসলাম এবং মুসলিমদের জন্য যা করেছেন এই তথাকথিত ইসলামপন্থীরা কখনো করতে পারেনি।

 

 

 

 

Manual6 Ad Code

 

তিনি বুধবার গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তামিম ইয়াহয়া আহমদ বলেন,নবিগত ১৭ বছর বাংলাদেশ এক দুর্যোগময় মূহুর্তের মধ্যদিয়ে অতিক্রম করেছে। দেশের মানুষকে ফ্যাসিসৃট হাসিনা অক্টোপাসের মতো ঘিরে ধরেছিল। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। গুম খুন আর লুটপাটে তারা ব্যস্থ ছিলো। বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছিলো।

 

 

 

 

Manual8 Ad Code

 

 

Manual3 Ad Code

মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। কিন্ত মানুষ ১৭ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের জন্য সংসদে পাঠাবে। আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি। বুধবার রাত (৮অক্টোবর) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে এলাকাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শরীফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, পনাইরচক গ্রামের রুহেল সাহেবের বাড়ি এই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মইজ উদ্দিন আহমদ বলাই। সুহেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল ইসলাম বিশিষ্ট মুরুব্বী চুনু মিয়া, সাহবাজ উদ্দিন,মিনহাজ আহমদ, লিলু মিয়া, সাহেদ আহমদ, লালাই মিয়া ও সুহেল রেজা। সভার শুরুতে কোরআন তিলাওয়াত: করেন আলাউদ্দিন আহমদ।

Manual4 Ad Code