
কমিটির কার্যক্রমে ঐক্য ও গতিশীলতা বাড়ানোর আহ্বান সভাপতি ইলিয়াস বিন রিয়াছতের
ইলিয়াস আহমদ
সিলেটের গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ অক্টোবর (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস বিন রিয়াছত,
এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন।
এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ।
বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তাবারক আলী প্রমুখ।
বক্তারা বলেন,
“আমরা সবসময় সাংবাদিকদের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও মানবসেবার কাজে নিবেদিত থাকবো।
সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ,
সহ-প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক রুহেল আহমদ তালুকদার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জুবের আহমদ,
দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবজল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল রঞ্জন দাস,
এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম, শকওত আজিজ, এমাদ উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইলিয়াস বিন রিয়াছত বলেন,
“কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের গোলাপগঞ্জ উপজেলা শাখা সর্বদা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকবে এবং কেন্দ্রীয় কমিটির নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী এগিয়ে যাবে।”
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ.কে.এম. আজিজুল হক এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।