১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:১৮:৩৪
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

কামাল খান গোলাপগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব দেওয়ান নজরুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসিতের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

 

Manual6 Ad Code

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জের সানরাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ পোর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব আ ম অহিদ আহমদ। –

 

Manual2 Ad Code

 

 

 

 

Manual2 Ad Code

 

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান মুজিব। -বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন। -বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাবেক ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রবাস ফেরত দুই নেতার প্রত্যাবর্তনে সংগঠন আরও গতিশীল হবে এবং আসন্ন আন্দোলন-সংগ্রামে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ যুবদল গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

Manual2 Ad Code