১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন প্রিন্সিপাল হলেন জিন্নুর চৌধুরী

admin
প্রকাশিত ১৩ আগস্ট, বুধবার, ২০২৫ ২০:৩১:৫৫
সিলেটের গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন প্রিন্সিপাল হলেন জিন্নুর চৌধুরী

Manual5 Ad Code

কামাল খান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল পদে উন্নীত হয়েছেন জনাব জিন্নুর চৌধুরী।

Manual8 Ad Code

 

 

দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসা জিন্নুর চৌধুরীর পদোন্নতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার নেমেছে। তাঁর এই সাফল্যে সহকর্মী শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

Manual4 Ad Code

 

 

 

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষার মান আরও উন্নত করা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের পক্ষ থেকেও জনাব জিন্নুর চৌধুরীকে জানাই অসংখ্য শুভকামনা ও প্রাণঢালা অভিনন্দন।