সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
কামাল খান :: সিলেট জেলায় গোলাপগঞ্জ পৌরসভা অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, গোলাপগঞ্জ বাজার, দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে ও অতিবৃষ্টির সময় জলাবদ্ধতার কারণে সমস্যায় ভুগতেছেন বাজারের দোকানপাটসহ এলাকাবাসী।
এই দীর্ঘমেয়াদী সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে পূর্বে একাধিকবার পৌর পরিষদ পানি নিস্কাসনের উদ্যোগ নিলেও নানা প্রতিবন্ধকতার কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বাজারের অনেক দোকানপাটে পানি ডুকে মুল্যবান মালামাল নষ্ট হয়।
এবং অনেক বাসা বাড়িতে পানি ঢুকে জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়। বারবার পৌর পরিষদের পক্ষ থেকে পানি নিস্কাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবুও জায়গা সংক্রান্ত জটিলতা, অপরিকল্পিত নির্মাণ ও বাজেট ঘাটতির কারণে এর কার্যকর ও স্থায়ী কোনো সমাধান সম্ভব হয়নি।
তবে সিলেট সিটি কর্পোরেশনের মত গোলাপগঞ্জ পৌর সদরে একটি উদ্যোগ নিলে কার্যকর একটি সমাধান হবে। যেমন সিটির আওতাধীন চারমাইল বাইপাসের কুচাই এলাকায় স্কেভাটার দিয়ে রাস্তার পাশে খাল খনন করে পানি নিস্কাসনের যে ব্যবস্থা গ্রহণ করেছে,এমন উদ্যোগ গোলাপগঞ্জ পৌরসভাতে ও গ্রহণ করা খুব তাড়াতাড়ি দরকার।
আর গোলাপগঞ্জ এলাকার বর্তমানে পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন পৌর এলাকাবাসী,মর্তুজা মার্কেট থেকে শুরু করে রহমান ফিলিং স্টেশন হয়ে মৌলভির খাল পর্যন্ত একটি গভীর খাল স্কেভাটার দিয়ে খাল খনন করা হলে।
এই খাল মৌলভির খালের মাধ্যমে সুরমা নদীতে সংযুক্ত করে একটি কার্যকর ও স্থায়ী পানি নিস্কাসন পথ তৈরি করা সম্ভব।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD