সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কামাল খান সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট নগরী থেকে অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। সোমবার (৪ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলা নং- জিআর ৪৩/১৭ এর ১৪ বছর ও হত্যা মামলা নং- জিআর ৩৭/১৭ এর ৭ বছরসহ ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

বিশেষ অভিযান চালিয়ে সিলেট নগরী থেকে হত্যা ও অস্ত্র মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এএসপি সার্কেল (গোলাপগঞ্জ) শাহ আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ