সিলেটের গোলাপগঞ্জ ২ নং সদর ইউনিয়ন প্রতিশ্রুতিতে দেড়যোগ পার, উন্নয়ন বঞ্চিত ৪নং ওয়ার্ড

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ ২ নং সদর ইউনিয়ন প্রতিশ্রুতিতে দেড়যোগ পার, উন্নয়ন বঞ্চিত  ৪নং ওয়ার্ড

কামাল খান গোলাপগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডের উওর গোয়াসপুর পাওিউরা,খাইয়াটিকর, রুইগড়,এই ০৩ টি গ্রাম নিয়ে ৪ নং ওয়ার্ড টি গঠিত ।এর মধ্যে পাওিউরা গ্রাম টি অবহেলিত অবস্থায় আছে ।সেখানে সুরমার ডাইক সহ গ্রামের ভিতরে ২কিলোমিটার রাস্তা কাঁচা।

 

 

২০০৪ সালে বি এন পি জোঠ সরকার এর আমলে তত্কালীন এমপি সৈয়দ ডঃ মকবুল হুসেন (লেচু) মিয়ার করা এলজিডির ৪০০ মিটার রাস্তা আজ পর্যন্ত সংস্কার হয়নি।২০০৯ সালে আওয়ামীলীগ সরকার গঠন করার পর স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এবং পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সদস্যদের ব্যক্তিগত আক্রোশের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় এর কারণ বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

 

 

 

এই রাস্তা দিয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা বর্ষা কালে কাদামাখা রাস্তায় অত্যন্ত কষ্টের মধ্যে যাতায়াত করছে। বিগত ১০.১৫ বছরে স্থানীয় ইউনিয়ন প্রতিনিধিরা এক টুকরো ইট বা বালু দেয় নাই বলে অভিযোগ করে এলাকাবাসীরা। প্রতিবছর নিজস্ব অর্থায়নে ইট কিংবা বালু পাথর দিয়ে রাস্তা মেরামত করেন। কিন্তূ এলজিডিও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই রাস্তাটি নির্মাণের কোন পদক্ষেপ নেয়নি।ইউনিয়ন পরিষদ রাস্তাটি এলজিডির আওতায় থাকায় কোন বরাদ্দ দেয়না ।অন্যদিকে এলজিডি রাস্তাটি দৌঘ কম হওয়ায় নির্মাণে আগ্রহ দেখায় না।ইউএনও মহোদয় বরাবর অনেকবার লিখিত আবেদন জমা দিলে ও কোন গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ।

সর্বশেষ নিউজ