সিলেটের ছাতকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

সিলেটের ছাতকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টহল টিম।

শুক্রবার রাতে ছাতক ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে একটি সেনা টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও এলাকার মো. তুরন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

 

এ সময় সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক আছকন্দর আলীর পুত্র মো. তুরন মিয়া।

 

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র, ছুরি ৩ টি, ল্যাপটপ (উবষষ) ১ টি,বাইনো ১ টি,বাটন মোবাইল-৩ টি, এটিএম কার্ড ১৩ টি,পাসপোর্ট ২ টি, মাটুল ১ টি, রামদা-৫ টি, টেটা ২ টি ও নগদ ১ লক্ষ ৭ হাজার ৮শ’ টাকা।

 

মেজর আল জাবির মোহাম্মদ আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র,ও টাকা সহ মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, অপরাধীর বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ