১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের জৈন্তাপুরে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

admin
প্রকাশিত ০৩ জুন, মঙ্গলবার, ২০২৫ ২১:৫৭:০১
সিলেটের জৈন্তাপুরে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর থানাধীন সারিঘাট ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ। গতকাল রাত ১১টা ৩৫ মিনিটে তামাবিল হাইওয়ে থানার একটি দল আঞ্চলিক সড়কে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, সারিঘাট ব্রিজের দক্ষিণ পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে।

 

Manual3 Ad Code

 

 

 

 

Manual6 Ad Code

 

 

তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ সামসুল (৪২)। তিনি মৃত জাফর আলীর পুত্র এবং আনোয়ারা বেগমের সন্তান। তার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের শরিফুত গ্রামে, ওয়ার্ড নং-১। পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির গোজে রাখা একটি কালো ছোট পলিথিন ব্যাগ থেকে গোলাপি রঙের মোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা করে যার মোট মূল্য দাঁড়ায় ৫,৪০০ টাকা। এছাড়াও তার শার্টের বুক পকেট থেকে একটি ৫০০ টাকার ও একটি ২০০ টাকার নোটসহ মোট ৭০০ টাকা উদ্ধার করা হয়।

 

 

 

 

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

রাত ১১টা ৫৫ মিনিটে, টর্চলাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এসআই আব্দুল বাতেন বলেন—”আমি নিজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করি। সে সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করি। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।” তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন—”মাদকবিরোধী অভিযানে আমাদের টিম সর্বদা সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযান সফল হয়েছে। আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”