সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর সেনা বাহিনীর অভিযানে ৩৯ বস্তা ভারতীয় শুটকি মাছ আটক। সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫শে এপ্রিল শুক্রবার সকাল ৮টায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম ফতেহপুর বাজারের পূর্ব পাশ হতে বন্ধ অবস্থায় ১টি ডিআই পিকআপ গাড়ী আটক করে।
তল্লাসী চালিয়ে ৩৭ বস্তায় ১হাজার ৬শত ৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি পান। এসময় সেনাবাহিনীর টিম ডিআই গাড়ীটি জব্দ করে সেনাক্যাম্পে নিয়ে আসে।
জব্দকৃত শুটকির মধ্যে ৩৭ বস্তায় ১৬৮৮ কেজি চিংড়ি, ১ বস্তায় ৬৭ কেজি ফলি মাছের শুটকি ও অন্য এক বস্তায় ৬৭ কেজি চাপিলা মাছের শুটকি ছিলো। পরে সেনাবাহিনী শুটকি ও ডিআই পিকআপ জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।
পরবর্তীতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র নিকট হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানায়, সেনা বাহিনীর অভিযানে জব্দকৃত আলামত সমুহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD