সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহ ২জন আটক

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহ ২জন আটক

রেজওয়ান করিম সাব্বির :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ইয়াবা বিক্রেয়ের নগদ অর্থ সহ ২জনকে আটক করা হয়। সেনা বাহিনীর জৈন্তাপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল শুক্রবার রাত ১২ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের দেয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

 

 

 

 

 

 

২৭ বীর ইউনিটের মেজর জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর টিম ৫নং ফহেতপুর ইউপির হরিপুর মাঝেরটোল গ্রামে হতে ২জন আটক করে। এ সময় তাদের নিকট হতে ২০১ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫শত টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে দুইজনকে জব্দকৃত আলামত সহ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন হরিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাসির উদ্দিন (৪৬), অপরজন হলেন লামা শ্যামপুর গ্রামের ইউনুসে আলীর ছেলে মাসুক আহমেদ (২৯)।

 

 

 

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সেনা অভিযানে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ