সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. সারওয়ার আলম। সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

সম্প্রতি সিলেটের আলোচিত পাথর উত্তোলন সংক্রান্ত ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সরিয়ে নেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয় সরকার।

 

 

 

 

 

 

 

 

নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র‌্যাবে দায়িত্ব পালনের সময় তিনি একজন চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও পরিচিত ছিলেন।

বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ বুধবার বিকেলে সিলেট ছাড়েন। তার বিদায়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ