সিলেটের বন্দরবাজার থেকে অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতিকালে আটক -৬

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

সিলেটের বন্দরবাজার থেকে অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতিকালে আটক -৬

সিলেট অফিস :
সিলেটের বন্দরবাজার থেকে ডাকাদের প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় ব্যক্তিকে আটক করেছে সিলেটের কোতোয়ালী থানা পুলিশ
পুলিশ জানায়, গতকাল১১ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এলাকার কাষ্টগর এর বিপরীতে বোরহান উদ্দিন মার্কেটের সামন থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়।

 

 

 

 

বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক এবাদুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটকৃত হলোমোঃ নাজিম উদ্দিন (২৭) পিতা- ইউনুস মিয়া, মাতা- নাজমা বেগম, সাং-আইটপাড়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-কাস্তরাইল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট,

 

 

 

 

 

২। কাউসার আহমদ (৩০) পিতা- শাহজান মিয়া, মাতা- রাহেলা বেগম, সাং-পাঠানটুলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। রাজু মিয়া (২১) পিতা- শামীম মিয়া, মাতা- বিলকিস বেগম, সাং-হরিপুর, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-কুমারপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। শুভ আহমদ (২৬) পিতা- হোসেন মিয়া, মাতা-রোশনা বেগম, সাং-সিলাম, মাঝপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট,

 

 

 

 

৫। স্বপন আহমদ (২৫) পিতা- কালাই মিয়া, মাতা-শেলী বেগম, সাং-বেতের বাজার ,থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৬। সাগর মিয়া (৩০) পিতা- আব্দুস সালাম, মাতা-নূর জাহান বেগম, সাং-বাজিতপুর, নান্দিনা, থানা-বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে-কুমারপাড়া, মইন মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী।

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম ও কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ জিয়াউল হক

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ